টিন সার্টিফিকেট ডাউনলোড: টিন সার্টিফিকেট যাচাই ২০২৪

দৈনন্দিন বিভিন্ন কাজে টিন সার্টিফিকেট ডাউনলোড এর প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রে অরিজিনাল কপি টি কাছে নাও থাকতে পারে।

এজন্য অরিজিনাল কপি এর কাজ আমরা অনলাইনে ডাউনলোডকৃত কপি দ্বারা চালিয়ে নিতে পারি। অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটি এখানে দেখানো হয়েছে।

তবে এর জন্য অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে এনবিআর এর ওয়েবসাইটে।

যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড করে নিতে পারবেন নিচে দেওয়া পদ্ধতি অনুযায়ী।

টিন সার্টিফিকেট অনলাইন কপি

টিন সার্টিফিকেটের অনলাইন কপি হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট এর পরিবর্তিত একটি কপি যেটি দ্বারা অরিজিনাল কপিটির সমস্ত কাজগুলো করে নেওয়া যাবে।

আপনার কাছে যদি আপনার অরজিনাল টিন সার্টিফিকেটটি না থাকে তাহলে অনলাইন থেকে টিন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিন সহজেই এবং আপনার টিন সার্টিফিকেট সংক্রান্ত যেকোনো কাজগুলো খুব দ্রুত সমাধান করে ফেলুন।

অনলাইনে টিন সার্টিফিকেট বের করা এখন অনেক সহজ। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র দুই মিনিটেই ডাউনলোড করে নিতে পারেন আপনার টিন সার্টিফিকেট।

এর জন্য আপনাকে এনবিআর এর ওয়েবসাইটে প্রবেশ করে কিছু তথ্য প্রদান করে এরপর ডাউনলোড করে নিতে হবে। অনলাইনে আপনি কিভাবে টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটি ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে এখানে।

কিভাবে টিন সার্টিফিকেট চেক করতে হয়?

অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজে আমাদের টিন সার্টিফিকেটটি প্রয়োজন হয়ে পড়ে।

এর মাধ্যমেই মূলত ইনকাম গুলোকে সরকার কর্তৃক বৈধ সাব্যস্ত করা হয়। এজন্য যেকোনো অনলাইন কাজে অথবা কোন লেনদেন এর ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রদান করতে হয়।

অনেক সময় তথ্য ঠিক আছে কিনা সে সকল জানতেও টিন সার্টিফিকেট আমরা যাচাই করে থাকি। টিন সার্টিফিকেট যাচাই করতে আপনার তেমন কোন জিনিস প্রয়োজন হবে না।

আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি এটি চেক করতে পারবেন। টিন সার্টিফিকেট কিভাবে যাচাই করতে হয় বা চেক করতে হয় এবং ডাউনলোড করতে হয় সেটি আপনি নিচের ধাপে পেয়ে যাবেন।

টিন সার্টিফিকেট বের করার নিয়ম

সাধারণত আয়কর রিটার্ন দাখিলের জন্য তিন সার্টিফিকেট প্রয়োজন হয়ে পড়ে। শুধু তাই নয় অন্যান্য ক্ষেত্রে প্রমাণ হিসেবেও টিন সার্টিফিকেট দেখাতে হয়।

কোন গাড়ি কিনতে গেলে অথবা সিটি কর্পোরেশন এলাকায় জমি কিনতে গেলে অথবা অন্য যেকোনো বড়সড় ক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেট এর কপি প্রয়োজন পড়ে।

সে ক্ষেত্রে আমাদের কাছে যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে আমরা এটি অনলাইনে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারি। টিন সার্টিফিকেট অনলাইনে বের করার জন্য আপনার দুইটি জিনিস প্রয়োজন হবে।

তার মধ্যে একটি হচ্ছে আপনার স্মার্টফোন এবং এনবিআর এর ওয়েবসাইটে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে।

তাহলে আপনি টিন সার্টিফিকেট অনলাইনে বের করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি না থাকে সে ক্ষেত্রে আপনি এটি কোথায় পাবেন সেটিরও নিয়ম দেওয়া হয়েছে নিচে।

সুতরাং এটি পাওয়ার জন্য ধাপে ধাপে নিচের আলোচনা অনুসরণ করুন।

টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম: TIN Certificate Verification Online

টিন সার্টিফিকেট ডাউনলোড করার আগে আমাদেরকে টিস সার্টিফিকেট যাচাই করে নিতে হয়। টিন সার্টিফিকেট যাচাই করে দেখতে হয় যে আমাদের টিন সার্টিফিকেট ঠিক আছে কিনা।

তথ্যগুলো ঠিক থাকলে তখনই আমরা কেবল টিস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো। এবারে চলুন টিন সার্টিফিকেট কিভাবে যাচাই করতে হয় সেটি জেনে নেওয়া যাক।

  • টিন সার্টিফিকেট যাচাই করতে আপনার ডিভাইস থেকে প্রথমে National Board of Revenue এর ওয়েবসাইটে প্রবেশ করুন।

টিন সার্টিফিকেট ডাউনলোড

  • এখানে প্রবেশ করার পর ‘Login’ বাটনে প্রেস করুন।
  • লগ ইন বাটনের প্রেস করার পর এখানে আপনাকে ‘User ID’ এবং ‘Password’ প্রদান করতে হবে।

  • সুতরাং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদান করুন।
  • যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে আপনাকে প্রথমে Registration করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর এখান থেকে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই ‘Registration’ বাটনে ক্লিক করতে হবে।
  • তাহলে এখানে আপনার কিছু তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।

Related Post

এভাবে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি  ধাপে ধাপে কিভাবে টিন সার্টিফিকেট এর জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় সেটি আপনি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন প্রক্রিয়া ফলো করতে পারেন।

  • সুতরাং রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে হবে।
  • লগইন করার পর এখানে আপনি এটি ড্যাশবোর্ড পাবেন।
  • ড্যাশবোর্ডের বাম পাশে দেখবেন এখানে ‘View TIN Certificate’ রয়েছে।
  • এই অপশনটিতে ক্লিক করলে আপনার টিন সার্টিফিকেট শো করবে।

এখান থেকেই আপনি যাচাই করতে পারবেন যে আপনার টিন সার্টিফিকেটটি ঠিক আছে কিনা বা তথ্যগুলো ঠিক আছে কিনা। এখানে আপনি যদি কোন তথ্য ভুল দেখতে পান তাহলে আপনাকে সার্টিফিকেটটি যাচাই করে নিতে হবে।

অনলাইনে টিন সার্টিফিকেট যাচাইয়ের প্রক্রিয়া জানতে আপনি এই আলোচনাটি ফলো করতে পারেন। এখানে টিন সার্টিফিকেটের তথ্য কিভাবে সংশোধন করতে হয় সেটা দেখানো হয়েছে।

অনলাইনে টিন সার্টিফিকেট ডাউনলোড

টিন সার্টিফিকেট যাচাই করা হলো, এখন শুধু ডাউনলোড করা বাকি। এখন তাহলে চলুন টিন সার্টিফিকেট আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটিও জেনে নেওয়া যাক।

টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি যখন টিন সার্টিফিকেট যাচাই করবেন সেখানেই আপনি ডাউনলোড করতে পারবেন।

টিন সার্টিফিকেট যাচাই করুন পেইজের নিচে দেখবেন ডাউনলোড নামে একটি বাটন রয়েছে। এই বাটনটি প্রেস করলে আপনার টিন সার্টিফিকেট টি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।

পিডিএফ আকারে ডাউনলোড করার পর আপনি এটি অন্য কোন স্টুডিও থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আপনি এটি দ্বারাই আপনার টিন সংক্রান্ত যেকোনো কাজ চালাতে পারবেন।

টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড

টিন নাম্বার দিয়েও টিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। আপনার যদি পূর্বেই কোন টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে অন্য একটি পদ্ধতিতে আপনি টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য নিচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করুন।

  • প্রথমেই ভিজিট করুন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ
  • এখানে ভিজিট করার পর উপরের মেনুবার থেকে ‘Login’ বাটনে প্রেস করুন।
  • লগ ইন বাটনে প্রেস করার পর ‘User ID’ এবং ‘Password’ দিয়ে এখানে লগইন করে নিতে হবে।

যদি আপনার এই ওয়েবসাইটে কোন অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে।

  • এজন্য আপনাকে প্রথমেই ‘Sign-up’ অপশনে ক্লিক করতে হবে।
  • এখানে ক্লিক করার পর আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য চাওয়া হবে।
  • এ সকল তথ্যগুলো খুব ভালোভাবে পূরণ করে দিয়ে ‘Submit’ বাটনে প্রেস করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।

  • একাউন্ট টি তৈরি করা হয়ে গেলে মূল ওয়েবসাইট থেকে ‘Login’ বাটনে প্রেস করুন।
  • লগইন বাটনে প্রেস করার পর এখানে আপনার ইউজারনেম হিসেবে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন এবং আপনার পাসওয়ার্ড প্রদান করুন। আপনি যদি পাসওয়ার্ড না পান সে ক্ষেত্রে আপনার ইমেইল থেকে পাসওয়ার্ড পাবেন।
  • এখানে লগইন করা হয়ে গেলে এখানে কয়েকটি সেকশন পাবেন।
  • সেখান থেকে ‘General Information’ সেকশনে প্রবেশ করতে হবে।
  • জেনারেল ইনফরমেশন সেকশনে প্রবেশ করার পর এখানে আপনার টিন নাম্বার টি প্রদান করতে হবে।
  • তথ্যগুলো দেওয়া হয়ে গেলে উপরে দেওয়া ‘Check’ বাটনে ক্লিক করুন।

চেক বাটনে ক্লিক করে সঙ্গে সঙ্গেই আপনার টিন সার্টিফিকেটের তথ্যগুলো এখানে চলে আসবে।

এখান থেকে আপনি টিন সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত তথ্য গুলো জানতে পারবেন এবং আপনি এটিও জানতে পারবেন যে আপনার টিন সার্টিফিকেটে কোন প্রকার ভুল আছে কিনা। এখান থেকে চাইলে আপনি এই টিন সার্টিফিকেটটি প্রিন্ট করেও নিতে পারবেন।

এনআইডি নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড

এমন অনেকেই আছেন যাদের টিন সার্টিফিকেট নাম্বারটি মনে নেই। এজন্য তারা তাদের এনআইডি নাম্বার দিয়ে টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান। কিন্তু শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে টিন সার্টিফিকেট ডাউনলোড করা সম্ভব নয়।

এজন্য এনআইডি কার্ডের সাথে সাথে অন্যান্য তথ্য গুলো প্রদান করতে হবে।

আপনি যদি আপনার টিন সার্টিফিকেটটি হারিয়ে ফেলেন অথবা টিন নাম্বারটি মনে না থাকে সেক্ষেত্রে আপনাকে পুনরায় টিন সার্টিফিকেট রিকভার করতে হবে যেটি এনবিআর এর ওয়েবসাইট থেকে করা যাবে।

অথবা আপনি চাইলে আপনার নিকটস্থ কর অফিসে গিয়েও টিন সার্টিফিকেটটি রিকভার করতে পারবেন আপনার মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্যগুলো প্রদান করার মাধ্যমে।

টিন সার্টিফিকেট যাচাই সংক্রান্ত প্রশ্নোত্তর

নিচে টিন সার্টিফিকেট যাচাই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সেগুলোর উত্তর প্রদান করা হলো-

টিন সার্টিফিকেট কী?

টিন সার্টিফিকেট হলো অরিজিনাল সার্টিফিকেটের অনলাইন কপি, যা সরকার কর্তৃক প্রদান করা হয়। এটি আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রয়োজন হতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে যেকোনো লেনদেনের প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।

কিভাবে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হয়?

টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হলে আপনাকে ন্যাশনাল বোর্ড অফ রাজস্বের (এনবিআর) ওয়েবসাইটে লগইন করে আপনার টিন নাম্বার প্রদান করতে হবে। লগইন প্রসেসের পরে আপনি টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

টিন সার্টিফিকেট যাচাই করতে হলে কী প্রয়োজন?

টিন সার্টিফিকেট যাচাই করতে হলে আপনাকে নতুন অ্যাকাউন্ট তৈরি করে ন্যাশনাল বোর্ড অফ রাজস্বের ওয়েবসাইটে লগইন করতে হবে এবং টিন নাম্বার প্রদান করে টিন সার্টিফিকেট যাচাই করা যাবে।

শেষ কথা

টিন সার্টিফিকেট ডাউনলোড করতে যদি আপনি কোন অসুবিধা ফিল করেন তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশনে একটি কমেন্ট লিখতে পারেন। আশা করি আমাদের টিম আপনাকে যত দ্রুত সম্ভব সাহায্য করার জন্য চেষ্টা করবে।

টিন সার্টিফিকেট ডাউনলোড: টিন সার্টিফিকেট যাচাই ২০২৪
BD Info: