নেসকো ব্যালেন্স চেক কোড টি হলো ৩৭ অথবা ০৩৭।
নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক, ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ, ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড সহ বিভিন্ন ধরনের কিছু শর্ট কোড রয়েছে। এই সকল কোডগুলো এক ডিজিট, দুই ডিজিট অথবা তিন ডিজিটের হয়ে থাকে।
চাহিত তথ্য অনুযায়ী শর্ট কোড ডায়াল করার মাধ্যমে মিটারের তথ্য যাচাই করা যায়।
এই কোডগুলো মিটারে গিয়ে তুলে ইন্টার প্রেস করলেই মিটার সেসব তথ্য সমূহ শো করবে। নেসকো প্রিপেইড মিটার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ কোড গুলো তুলে ধরা হয়েছে। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী কোড নিয়ে মিটারের তথ্য গ্রহণ করুন।
Nesco Prepaid Meter Codes
বর্তমানে বাসাবাড়িতে ডিজিটাল মিটার ব্যবহার হওয়ার কারণে আমরা খুব সহজেই বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ সম্পর্কিত যে কোন তথ্য গ্রহণ করতে পারি।
এই সকল তথ্যগুলো সাধারণত কিছু ডিজিট ইন্টার করার মাধ্যমে পাওয়া যায়। এগুলোকে বলা হয় শর্ট কোড।
যেকোনো ধরনের বৈদ্যুতিক মিটারের জন্যই শর্ট কোড ব্যবহৃত হয়ে থাকে। আজকের উপস্থাপনা মূলত নেস্কো প্রিপেইড মিটারের শর্ট কোড সম্পর্কে।
এখান থেকে নেস্কো প্রিপেইড মিটারের জন্য যতগুলো প্রয়োজন হয় সমস্ত গুরুত্বপূর্ণ কোড গুলো উপস্থাপন করা হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে যেকোনো কোড সংগ্রহ করতে পারেন।
নেসকো ব্যালেন্স চেক কোড
নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স বিভিন্ন উপায়ে অনুসন্ধান করা যায়। তবে মাত্র দুইটি ডিজিট এর মাধ্যমে নেস্কো প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করা যায়। এটি করতে হলে প্রথমেই আপনার মিটারে গিয়ে প্রেস করুন 37 অথবা 037
এটি প্রেস করে ইন্টার বাটনে চাপ দিন। তাহলে আপনার মিটারে কত টাকা রয়েছে সেটি শো করবে। আপনি যদি নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স অনলাইনে অথবা বিকাশ কিংবা নগদের মাধ্যমে চেক করতে চান তাহলে এটি ফলো করতে পারেন।
নেসকো ইমারজেন্সি ব্যালেন্স কোড
অনেক সময় প্রিপেইড মিটারের ব্যালেন্স শেষ হওয়ার কারণে বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে যায়।
জরুরী ভিত্তিতে পুনরায় সংযোগ দেওয়ার জন্য ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করা হয়। ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করার মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ আবার চালু করা হয়।
নেস্কো প্রিপেইড মিটারে এমার্জেন্সি ব্যালেন্স নিতে হলে আপনার মিটারে গিয়ে প্রেস করুন 99999
এটি প্রেস করে ইন্টার বাটনে চাপ দিন। তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স আপনার মিটারে চলে আসবে এবং বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যাবে।
আরও পড়তে পারেন- অনলাইনে নেসকো মিটার রিচার্জ করার নিয়ম
নেসকো ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড
ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণের পর সেটির ব্যালেন্স চেক করতে হয়। ইমারজেন্সি ব্যালেন্স চেক করার দুটি কোড রয়েছে। একটি হচ্ছে আপনি কত টাকা ব্যবহার করেছেন সেটি এবং কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স বাকি রয়েছে সেটি।
ইমার্জেন্সি ব্যালেন্সের কত টাকা ব্যবহার করেছেন সেটি চেক করতে হলে প্রেস করুন 39
এটি প্রেস করে ইন্টার বাটনে চাপ দিন। তাহলে আপনি ইমারজেন্সি কত টাকা ব্যবহার করেছেন সেটি শো করবে।
ইমারজেন্সি ব্যালেন্স আরো কত টাকা রয়েছে সেটি চেক করতে হলে আপনার মিটারে গিয়ে প্রেস করুন 32
এটি তুলে ইন্টার বাটনে চাপ দিন। তাহলে আপনার কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স রয়েছে সেটি শো করবে।
নেসকো প্রিপেইড মিটার কোড লিস্ট
উপরের কোড গুলো ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের আরো কিছু কোডের প্রয়োজন হতে পারে।
এই সকল কোড গুলো বিভিন্ন তথ্য পাওয়ার জন্য দরকার হয়। আপনি যদি নেসকো প্রিপেইড মিটার গ্রাহক হয়ে থাকেন তাহলে এ সকল কোড গুলো জেনে রাখা আপনার অবশ্যই জরুরি।
কারণ কখন কোন তথ্য জানতে হয় সেটি আমরা জানি না। এজন্য নিচে দেওয়া শর্ট কোড গুলো আপনি সেভ করে রাখতে পারেন যার মাধ্যমে যে কোন সময় আপনার মিটার থেকে তথ্য গ্রহণ করতে পারেন।
তথ্য | কোড |
বর্তমান ব্যালেন্স | ৩৭ |
ইমারজেন্সী ব্যালেন্স গ্রহণ | ৯৯৯৯৯ |
ইমারজেন্সী ব্যালেন্স চেক | ৩২ |
ইমারজেন্সী ব্যালেন্স খরচের পরিমাণ | ৩৯ |
চুক্তিবদ্ধ লোড | ৭ |
বর্তমান বিদ্যুতের রেট | ১৯ |
ভোল্টেজ | ৫২ |
এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ | ৬০ |
চলতি মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (কিলোওয়াট) | ৪০০ |
চলতি মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (টাকা) | ৪১৩ |
বর্তমান মাসে সর্বোচ্চ ব্যবহৃত লোড | ৪৭০ |
গত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (কিলোওয়াট) | ৪০১ |
গত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (টাকা) | ৪১৪ |
ফ্রেন্ডলি আওয়ার | ৪৬ |
নেসকো প্রিপেড মিটারের অন্য যেকোনো তথ্যের জন্য আপনি নেস্কো ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন। এখানে আপনার মিটার সংক্রান্ত যেকোন তথ্য পেয়ে যাবেন।
উক্ত ওয়েবসাইটে গিয়ে আপনার নেসকো প্রিপেইড মিটার নাম্বারটি প্রবেশ করে বাকি তথ্যগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মিটারের ফুল রিপোর্ট চলে আসবে।
অন্যান্য তথ্যের জন্য আপনি নেসকো অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এখান থেকে আপনি আপনার মিটার সংক্রান্ত যেকোন তথ্য পেয়ে যাবেন।