Nesco প্রিপেইড মিটার রিচার্জ 2024

Nesco প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে বিকাশ, নগদ, এবং রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে Nesco প্রিপেইড মিটার রিচার্জ করা যায়।

যদি ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে ডায়াল অপশন ব্যবহার করেও খুব সহজে যেকোনো সময় Nesco প্রিপেইড মিটার রিচার্জ করা যায়।

দেখে নিন কোন ঝামেলা ছাড়াই কিভাবে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজেই নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন।

Nesco Meter Bill Pyament

বাসা বাড়িতে বিদ্যুৎ প্রিপেইড মিটার এর ব্যালেন্স শেষ হয়ে গেলে কি ঝামেলা টাই না আমাদেরকে পোহাতে হয়। যদি দুপুর বেলা শেষ হয়ে যায় তাহলে এই রোদের মধ্যে গিয়ে মিটার রিচার্জ করা অনেক ঝামেলা।

এই ডিজিটাল মিটার হয়ে আমাদের কত জ্বালাই না বেড়েছে তাই না?

একদমই না! ডিজিটাল মিটার হয়ে আমাদের সুবিধা আরো অনেক বেড়েছে। ব্যালেন্স শেষ হয়েছে তো কি হয়েছে? আপনার বিকাশ, নগদ, রকেট বা উপায় আছে না?

এখান থেকেই আপনি খুব দ্রুত রিচার্জ করে ফেলুন আর আপনার বাসা বাড়িতে নিজকো প্রিপেইড মিটার সংযোগ চালু রাখুন।

আপনার যদি মোবাইল ব্যাংকিং এর মধ্যে যেকোনো একটি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি দিয়ে আপনি বৈদ্যুতিক মিটার রিচার্জ করতে পারবেন।

কিভাবে আপনি বাসায় বসে বৈদ্যুতিক মিটার রিচার্জ করবেন যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেটি জানতে নিচে দেওয়া স্টেপগুলো ফলো করুন। আশা করি আপনাকে এই রোদের মধ্যে বাহিরে গিয়ে আপনার প্রিপেইড মিটার রিচার্জ করতে হবে। না চলুন দেখে নিই।

নেসকো প্রিপেইড মিটার বিল পেমেন্ট

বাসায় বসে নেস্কো প্রিপেইড মিটারে বিল তুলতে হলে আপনার মোট দুইটি জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন। তবে বাটন ফোন হলেও চলবে। তখন আপনি ডায়াল অপশনের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।

আরেকটি হচ্ছে আপনি যেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রিচার্জ করবেন সেই অ্যাকাউন্টে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে।

এই দুইটি জিনিসের মাধ্যমে আপনি নেস্কো প্রিপেইড মিটার বিল পেমেন্ট করতে পারবেন।

কিছু ক্ষেত্রে বিল পেমেন্ট করার পর প্রিপেইড মিটার রিচার্জ হয় না। এক্ষেত্রে আপনাকে টোকেন নাম্বার ব্যবহার করতে হবে। মিটার রিচার্জ করার পর এই টোকেন নাম্বারটি আপনি পেয়ে যাবেন। সাথে বিল পেমেন্ট করার রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন।

খুব সহজেই বিকাশ নগদ রকেট বা উপায় অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি নেস্কো প্রিপেড মিটার রিচার্জ করতে পারবেন সেটি আলাদাভাবে নিচে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে।

বিকাশের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

প্রথমেই আমরা জানবো জনপ্রিয় একটি অ্যাপ বিকাশ অ্যাপ এর মাধ্যমে কিভাবে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা যায়।

এজন্য আপনি দুইটি পদ্ধতি ফলো করতে পারেন। এটি হচ্ছে বিকাশ অ্যাপ দিয়ে এবং অন্যটি হচ্ছে বিকাশ ডায়ালপ্যাডের মাধ্যমে।

আপনার যদি অ্যাপ না থাকে অর্থাৎ স্মার্ট ফোন না থাকে অথবা স্মার্ট ফোন থাকলেও যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে সে ক্ষেত্রে আপনি ডায়েল প্যাডের মাধ্যমেও রিচার্জ করতে পারবেন। নিচে দুইটি পদ্ধতি আলোচনা করা হলো।

বিকাশ অ্যাপ এর মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

নেসকো প্রিপেইড মিটার বিকাশ অ্যাপ এর মাধ্যমে রিচার্জ করতে হলে নিচে দেওয়া পদ্ধতিগুলো ভালোভাবে ধাপে ধাপে অনুসরণ করুন-

  • প্রথমে আপনার বিকাশ অ্যাপটিতে প্রবেশ করুন।
  • হোম স্ক্রিন থেকে ‘পে বিল’ অপশনে চলে যান।
  • এখান থেকে যে অপশন গুলো পাবেন এর মধ্য হতে ‘বিদ্যুৎ’ অপশনটি বাছাই করুন।
  • এরপর ‘Nesco’ সিলেক্ট করুন।
  • নেসকো সিলেক্ট করলে আপনাকে ‘Nesco Customer Number’ এবং ‘Contact Number’ প্রদান করতে হবে।
  • কাস্টমার নাম্বার বলতে আপনার মিটার নাম্বার এবং কন্টাক্ট নাম্বার বলতে আপনার নাম্বার বোঝানো হয়েছে। সুতরাং এই দুটি তথ্য প্রদান করে নিচে বিল অ্যাকাউন্টের নাম হিসেবে Nesco লিখে দিন।
  • এরপর ‘Next’ প্রেস করুন।
  • এখন আপনি কত টাকা বিল পে করতে চান সেটি এখানে লিখে দিয়ে পরের ধাপে চলে যান।
  • এরপর আপনার মিটার রিচার্জ সংক্রান্ত সমস্ত তথ্য গুলো চলে আসবে।
  • এই বিলটি কন্টিনিউ করার জন্য আপনার বিকাশ পিন নাম্বারটি প্রদান করে ‘এগিয়ে যান’ বাটন প্রেস করুন।
  • এরপর বিলটি কনফার্ম করার জন্য নিচে ট্যাপ অপশনে ট্যাপ করে ধরে রাখুন।

নেসকো প্রিপেইড মিটার রিচার্জ Nesco প্রিপেইড মিটার রিচার্জ

  • পরবর্তী পেইজে আপনি যদি চান তাহলে বিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন।

বিকাশ ডায়াল অপশনের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

এখন চলুন যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে তখন আপনি কিভাবে পেমেন্ট করবেন? এর জন্য নিচে দেওয়া স্টেপ গুলো ফলো করুন-

  • এর জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যান।
  • সেখান থেকে বিকাশ একাউন্টের জন্য *247# ডায়াল করুন।
  • এটি করলে এখান থেকে ‘Pay Bill’ যেই নম্বর রয়েছে সেই নম্বর লিখে সেন্ড করুন।
  • এরপর এখান থেকে আপনি ‘Electricity’ অপশন পাবেন।
  • ইলেকট্রিসিটি অপশনটি বাছাই করার পরবর্তী ধাপে এই অপশন গুলোর মধ্য হতে ‘Nesco’ সিলেক্ট করুন।
  • নেসকো সিলেক্ট করার পরবর্তী পেজে প্রিপেইড অর পোস্টপেইড দুইটি অপশন পাবেন।
  • এখান থেকে অবশ্যই ‘Prepaid’ অপশনটি বাছাই করবেন।
  • এরপর পরবর্তী ধাপে আরও দুইটি অপশন পাবেন।
  • সেটি হচ্ছে ‘Payment Breakdown’ এবং ‘Make Payment’
  • এই দুটি অপশনের মধ্য হতে ‘Make Payment’ অপশনটি বাছাই করুন।
  • এটি বাছাই করার পরবর্তী পেজে আবারো দুইটি অপশন পাবেন।
  • তার মধ্যে হতে ‘Input Customer Number’ অপশনটি বাছাই করুন।
  • এর পরবর্তী পর্যায়ে আপনার মিটার নাম্বারটি লিখুন। লিখে সেন্ড করুন।
  • এরপর আপনি কত টাকা পেল করতে চান সেটা লিখতে হবে।
  • এটি লেখার পর আপনার কন্টাক্ট নাম্বার দেওয়ার অপশন চলে আসবে।
  • সেখানে আপনার ফোন নাম্বারটি প্রদান করুন।
  • এর পরবর্তী ধাপে আপনার বিকাশে পিন নাম্বার প্রদান করে আপনার বিলটি কনফার্ম করুন।

নগদ এর মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

বর্তমানে নগদ অ্যাপটিও বহুল জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিকাশের মতো নগদ অ্যাপ দিয়েও খুব সহজে নেস্কো সহ বিভিন্ন বৈদ্যুতিক মিটার রিচার্জ করা যাচ্ছে।

এখন আমরা জানবো কিভাবে নগদ অ্যাপ এর মাধ্যমে নেস্কো প্রিপেইড মিটার বিদ্যুৎ বিল রিচার্জ করা যায়।

বিকাশ এর মত নগদ একাউন্ট দিয়েও দুইটি পদ্ধতিতে বিল রিচার্জ করা যায়। একটি হচ্ছে অ্যাপের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে ডায়াল অপশন এর মাধ্যমে। নিচে দুটি পদ্ধতি উল্লেখ করা হলো।

নগদ অ্যাপ এর মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

প্রথমে জানুন নগদ অ্যাপ দিয়ে কিভাবে রিচার্জ করতে হয়। এর জন্য অবশ্যই আপনার স্মার্টফোন প্রয়োজন হবে এবং নগদ অ্যাপটি ইন্সটল করা থাকতে হবে। এজন্য নিজের ধাপ গুলো অনুসরণ করুন।

  • প্রথমেই আপনার নগদ অ্যাপটিতে প্রবেশ করে হোম স্কিন থেকে ‘পে বিল’ অপশন সিলেক্ট করুন।
  • এরপর ‘বিদ্যুৎ’ অপশনটি বাছাই করুন।
  • তারপর এখান থেকে ‘Nesco’ সিলেক্ট করুন।
  • এরপর পরবর্তী পেজে যান। ‘Nesco Consumer No’ এবং ‘Month’ সিলেক্ট করতে হবে।
  • কনজ্যুমার নং এর জায়গায় আপনার মিটার নাম্বারটি লিখুন এবং বিলের মাস হিসেবে আপনি কোন মাসের বিল পে করছেন সেটি সিলেক্ট করুন।
  • এর পরবর্তী পেজে আপনার বিলের পরিমাণ উল্লেখ করে দিয়ে ‘পরবর্তী’ বাটনে প্রেস করুন।
  • তারপর আপনার বিলটি কন্টিনিউ করার জন্য নগদ পিন নাম্বারটি লিখুন।
  • এরপর আপনার বিলের তথ্যগুলো শো করলে সবগুলো তথ্য একবার দেখে নিন ঠিক আছে কিনা।
  • সবগুলো তথ্য ঠিক থাকলে বিলটি কনফার্ম করার জন্য ট্যাপ করে ধরে রাখুন।
  • আপনি চাইলে পরের ধাপ থেকে পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন।

নগদ ডায়াল প্যাডের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

আপনার যখন স্মার্ট ফোন থাকবে না কিংবা স্মার্টফোন থাকলেও ইন্টারনেট কানেকশন থাকবে না সে ক্ষেত্রে নগদ ডায়াল প্যাডের মাধ্যমে আপনি নেসকো মিটার রিচার্জ করতে পারবেন। এজন্য নিচে দেওয়া ধাপ গুলো ফলো করুন।

  • প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে চলে যান।
  • এরপর নগদ একাউন্টের জন্য *167# ডায়াল করুন।
  • এরপর ড্যাশবোর্ড হতে ‘Bill Pay’ অপশনটি বাছাই করুন।
  • এখান থেকে ‘Electricity’ অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর পরবর্তী পেজে ‘Nesco Prepaid’ এই অপশনটি সিলেক্ট করুন।
  • এর পরবর্তী পেজে ‘Consumer No’ অর্থাৎ আপনার মিটার নাম্বারটি প্রদান করুন।
  • এরপর পরবর্তী পেজে কত টাকা বিল পে করতে চাচ্ছেন সেটি উল্লেখ করুন।
  • এর পরবর্তী ধাপে বিলটি কনফার্ম করার জন্য আপনার নগদ অ্যাপ এর পিন নাম্বারটি প্রদান করুন।
  • তাহলে আপনার বিল পেমেন্ট হয়ে যাবে।

রকেট এর মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ

বিকাশ এবং নগদ অ্যাপ ছাড়াও রকেট অ্যাপ বর্তমানে একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম। এর মাধ্যমেও যেকোনো সময় নেস্কো প্রিপেইড মিটার রিচার্জ করা যায়।

রকেট অ্যাপ এর মাধ্যমে নেসকো প্রিপেড মিটার রিচার্জ এর জন্য আপনি নিচে দেওয়া ধাপগুলো ফলো করতে পারেন।

  • প্রথমেই আপনার রকেট অ্যাপটিতে প্রবেশ করে হোম স্ক্রিন থেকে ‘পে বিল’ বাটনে প্রেস করুন।
  • এর পরের পেইজে উপরে ক্যাটাগরি অপশন পাবেন।
  • সেখান থেকে ক্যাটাগরি হিসেবে ‘Utility’ অপশনটি সিলেক্ট করে নিন তাহলে এখানে আপনি নেস্কো অপশনটি খুঁজে পাবেন।
  • নেসকো অপশনটি বাছাই করার পরবর্তী পেজে ‘Biller ID’ এবং ‘Biller Name’ শো করবে।
  • নিচে দেখুন ‘Customer Account Number’ রয়েছে। এখানে আপনার মিটার নাম্বারটি লিখুন।
  • এরপর আপনি কোন মাসে বিল পে করতে চাচ্ছেন সেটি ‘Bill Month’ অপশন থেকে সিলেক্ট করে নিন।
  • এরপর বিল ইয়ার এর জায়গায় বর্তমান সাল হিসেবে অবশ্যই 2024 লিখুন।
  • পরের ধাপে আপনি দুইটি অপশন পাবেন। সেগুলো হচ্ছে ‘Self’ এবং ‘Others’
  • যদি আপনি নিজের জন্য বিল পে করতে চান সে ক্ষেত্রে ‘Self’ সিলেক্ট করতে হবে। আর যদি অন্যের জন্য বিল পে করতে চান তাহলে ‘Others’ সিলেট করতে হবে।
  • এরপর নিচে অবশ্যই কন্টাক্ট নাম্বার প্রদান করতে হবে।
  • এরপরের পেইজে বিলার নেম অপশনে যার বিল পে করছেন তার নামটি লিখে দিবেন। নামটি ছোট করে লিখবেন।
  • এরপর বিলটি কন্টিনিউ করার জন্য আপনার রকেট পিন নাম্বার প্রদান করুন।
  • পরবর্তী পেজে বিলটি কনফার্ম করার জন্য ট্যাপ করে ধরে রাখুন। তাহলে আপনার মিটার রিচার্জ হয়ে যাবে।

নেস্কো প্রিপেইড মিটার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনি নেসকো গ্রাহক পোর্টাল ওয়েবসাইটটি তে প্রবেশ করতে পারেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনার মিটার নাম্বারটি প্রদান করে আপনার মিটার সংক্রান্ত যেকোন তথ্য জানতে পারবেন।

পল্লী বিদ্যুৎ নতুন মিটার আবেদন করার নিয়ম

নেসকো প্রিপেইড মিটার কন্টাক্ট নাম্বার

নেসকো প্রিপেইড মিটারে রিচার্জ সংক্রান্ত বা অন্য কোন সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ এরিয়া অনুযায়ী নেসকো প্রিপেইড মিটার কন্টাক্ট নাম্বার অনুযায়ী যোগাযোগ করুন।

নিচে নেসকো প্রিপেইড মিটারের কন্টাক্ট নাম্বার প্রদান করা হলো।

  • Rajshahi-1: 01324-278301
  • Rajshahi- 2: 01321-124515
  • Natore: 01321-124517
  • Sirajganj- 1: 01321-124516
  • Sirajganj- 2: 01324-278302
  • Chapainawabganj- 1: 01324-278303
  • Chapainawabganj- 2: 01324-278304
  • Nilphamari: 01324-278305
  • Syedpur: 01324-278306
  • Dinajpur- 1: 01324-278307
  • Dinajpur- 2: 01324-278308
  • Nesco Call Center: 16603
  • Nesco Complain E-mail: complain@nesco.gov.bd

Nesco প্রিপেইড মিটার রিচার্জ সংক্রান্ত প্রশ্ন ও উত্তর

এ পর্যায়ে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর সংযুক্ত করা হলো। এখান থেকে আপনার কোন প্রশ্ন থেকে থাকলে সেটির উত্তর জেনে নিতে পারেন।

নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার পর মিটারে ব্যালান্স ইন্সার্ট না হওয়ার কারণ কি?

উত্তরঃ নেস্কো প্রিপেইড মিটার রিচার্জ করার পর যদি মিটারে ব্যালেন্স শো না করে তাহলে আপনার প্রথম করণীয় হচ্ছে টোকেন নাম্বার ব্যবহার করা। মিটার রিচার্জ করার পর একটি টোকেন নাম্বার দেওয়া হয়। সে টোকেন নাম্বারটি ব্যবহার করতে পারেন।

টোকেন নাম্বার ব্যবহার করার পরও যদি প্রিপেইড মিটারে ব্যালেন্স শো না করে তাহলে নেসকো প্রিপেইড মিটার contact information অনুযায়ী যোগাযোগ করুন অথবা হট লাইন নাম্বারে ফোন করে আপনার সমস্যার সম্পর্কে জানান।

নেসকো প্রিপেইড মিটারে ব্যালেন্স না থাকলে কোন সময় থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে?

উত্তরঃ সাধারণত শুক্রবার, শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে নেসকো প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকে।

অন্যদিকে এই দিনগুলো ছাড়া অন্যান্য দিনে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টার মধ্যে যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে এই সময়ের মধ্যে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে।

তবে বিকাল ৪ টার পর হতে সকাল ১১ টা পর্যন্ত ব্যালেন্স শেষ হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকবে। পরবর্তীতে রিচার্জ থেকে এই সময়ের ব্যালেন্সটা কেটে নেওয়া হবে।

নেসকো প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় কি?

উত্তরঃ নেসকো প্রিপেইড মিটারে যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে এমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার মিটারে গিয়ে 99999 তুলে ইন্টার প্রেস করুন। তাহলে একটি নির্দিষ্ট ইমারজেন্সি অ্যামাউন্ট আপনার মিটারে চলে আসবে।

শেষ কথা

নেসকো প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে উপরে দেওয়া পদ্ধতিতে আপনার মিটার রিচার্জ করতে পারবেন। নেসকো প্রিপেইড মিটারে যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে আপনার স্থানীয় এলাকার অনুযায়ী কন্টাক্ট করুন।

নেসকো প্রিপেইড মিটারের কন্টাক্ট ইনফরমেশন পাবেন এই ওয়েবসাইটে। নেসকো প্রিপেইড মিটার সংক্রান্ত যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নটি কমেন্ট বক্সে যোগ করতে পারেন।

আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য চেষ্টা করবে। আজকের এই উপস্থাপনা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এটি সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ আপনাকে।

Nesco প্রিপেইড মিটার রিচার্জ 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top