অনলাইনে টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৪

টিন সার্টিফিকেটের যে কোন তথ্য ভুল হলে যেমন ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, নাম ইত্যাদি যদি ভুল হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে টিন সার্টিফিকেট সংশোধন করা যায়।

এখন সবকিছুই অনলাইন ভিত্তিক হওয়ায় আপনি অনলাইনেই TIN Certificate Correction করতে পারবেন।

টিন সার্টিফিকেট সংশোধন করতে হলে আপনাকে প্রথমে এনবিআর এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আপনাকে টিন সার্টিফিকেটটি সংশোধন করতে হবে।

টিন সার্টিফিকেট সংশোধন করার জন্য নিচে দেওয়া নির্দেশনা গুলো অনুসরণ করুন। আশা করি খুব সহজেই টিন সার্টিফিকেট সংশোধন করতে পারবেন।

টিন সার্টিফিকেট সংশোধন: TIN Certificate Correction

অনেকেই আছেন যারা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুলবশত কোন একটি তথ্য ভুল করে ফেলেন।

টিন সার্টিফিকেটে যদি কোন ভুল থেকে যায় তাহলে সে ক্ষেত্রে সেটি যদি আপনার এনআইডি কার্ডের সাথে মিলে না যায় তাহলে সেই ইনকাম ট্যাক্স প্রদান করলেও আপনাকে বিভিন্ন অসুবিধায় পড়তে হবে।

এজন্য টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের পরে যদি কোন ভুল পরিলক্ষিত হয় তাহলে উচিত খুব দ্রুত সেটি সংশোধন করে নেওয়া। টিন সার্টিফিকেটে কোন তথ্য ভুল হলে সেখানে ঘাবড়ানোর কিছু নেই। এটি অনলাইনে খুব সহজেই সংশোধন করা যায়।

টিন সার্টিফিকেট অনলাইনে কিভাবে সংশোধন করবেন, সংশোধন করতে আপনার কি কি প্রয়োজন হবে এসব নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। এগুলো স্টেপ আকারে নিচে বর্ণনা করা হলো।

টিন সার্টিফিকেটের যেসব তথ্য সংশোধন করা যাবে

আপনি যখন টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন তখন সেখানে অনেকগুলো তথ্য প্রদান করতে হয়। এতসব তথ্যের মধ্যে দু-একটা ভুল হতেই পারে।

এটি অস্বাভাবিক কিছু না। কিন্তু সার্টিফিকেটের সকল তথ্য সংশোধন করা যায় না। নিম্নে পয়েন্ট আকারে যেগুলো উল্লেখ করা হয়েছে শুধু সেগুলোই সংশোধন করা যাবে।

  • ঠিকানা
  • মোবাইল নাম্বার
  • ইমেইল এড্রেস
  • পিতা মাতার নাম
  • জেন্ডার

টিন সার্টিফিকেটের এই সকল তথ্য শুধু সংশোধন করা যাবে। এ সকল তথ্যের মধ্যে যদি আপনার কোন তথ্য ভুল হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি এটি সংশোধন করতে পারবেন।

অনলাইনে TIN Certificate সংশোধনের নিয়ম

এখন চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। অনলাইনে টিন সার্টিফিকেটের সংশোধন সম্পর্কে আমরা এখন জানব ধাপে ধাপে।

টিন সার্টিফিকেটের সংশোধনের পূর্ব প্রস্তুতি হিসেবে আপনার যেই তথ্যগুলো ভুল হয়েছে সেই সকল সঠিক তথ্য নিয়ে এরপর আপনার মোবাইল বা অন্য কোন ডিভাইসের মাধ্যমে টিন সার্টিফিকেট সংশোধনের জন্য নিজের ধাপগুলো অনুসরণ করুন।

  • টিন সার্টিফিকেট সংশোধনের জন্য প্রথমে National Board Of Revenue ওয়েবসাইটে প্রবেশ করুন।

আপনি নিশ্চয়ই এই ওয়েবসাইট থেকে আপনার টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করেছেন। এজন্য এই ওয়েবসাইট থেকে আপনাকে টিন সার্টিফিকেট সংশোধন করতে হবে।

অন্যদিকে আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে আপনাকে অফিস থেকে সংশোধন করে নিতে হবে।

টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

  • এখানে প্রথমে আপনাকে আপনার ‘ইউজার আইডি’ এবং ‘পাসওয়ার্ড’ দিয়ে লগইন করতে হবে।
  • আপনার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান সে ক্ষেত্রে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।

টিন সার্টিফিকেট সংশোধন

  • ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনি একটি ড্যাশবোর্ড পাবেন।
  • এই ক্যাশবোর্ডের বাম পাশে অনেকগুলো মেনু পাবেন।

টিন সার্টিফিকেট সংশোধন: TIN Certificate Correction

  • এই মেনু হতে দেখবেন যে ‘Edit/Correct/Update’ নামের একটি মেনু রয়েছে। এই মেনুটিতে ক্লিক করুন।
  • এখানে ক্লিক করার পর তথ্য সংশোধনের জন্য একটি ফরম চলে আসবে।
  • এখানে প্রথমে ‘Correction Type’ একটি অপশন পাবেন।

TIN Certificate Correction

  • এখানে আপনি কোন ধরনের তথ্য সংশোধন করতে চান সেটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনি তথ্য যেভাবে সংশোধন করতে চান সেভাবে সংশোধন করতে হবে।

টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম

  • এখানে আপনি প্রথমে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্য থাকবে এবং তার ডান পাশে কারেকশন করার জন্য একটি বক্স পাবেন।
  • এই বক্সটিতে আপনাকে সঠিক তথ্যটি লিখে দিতে হবে।
  • এরপর একটি ঘর রয়েছে সেখানে তথ্য পরিবর্তন করার কারণ লিখতে হবে। তথ্য পরিবর্তন করার কারণ হিসেবে আপনি দিতে পারেন যে ভুলবশত প্রদানকৃত তথ্য। এমন কিছু তথ্য দিয়ে এই বক্সগুলো পূরণ করে দিবেন।
  • এরপর নিচে একটি লেখা দেখবেন সেখানে লেখা আছে ‘I hereby affirm that all information given above is correct & complete’ এই লেখাটির পাশে একটি টিক চিহ্ন দেওয়ার অপশন দেখবেন। এ
  • খানে টিক চিহ্ন দিয়ে ‘Submit Request’ বাটনে ক্লিক করুন।

এখানে ক্লিক করার পর স্ক্রিনে একটি মেসেজ চলে আসবে। এটি আসলে ওকে বাটন চাপুন। তাহলে আপনার টিন সার্টিফিকেটে সংশোধনের আবেদন সম্পন্ন হবে। এখন এটি অনলাইনে সাবমিট জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।

টিন সার্টিফিকেট সংশোধনের অবস্থা যাচাই

টিন সার্টিফিকেটের তথ্য সংশোধন করার পর সেটি কোন অবস্থায় আছে, এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং অবস্থায় আছে সেটি আপনি জানতে পারবেন।

  • এটি চেক করতে হলে National Board of Revenue ওয়েবসাইট থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগইন করুন।
  • লগইন করার পর আপনি যেই ড্যাশবোর্ড দেখতে পাবেন সেখানে বাম পাশের মেনু হতে ‘View Request Status’ বাটনে ক্লিক করুন।

টিন সার্টিফিকেট সংশোধনের অবস্থা যাচাই

  • আপনার টিন সার্টিফিকেট সংশোধনের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন।
  • এখানে পেন্ডিং অথবা এপ্রোভড এই দুইটি তথ্যের যেকোনো একটি লেখা থাকবে।
  • যদি পেন্ডিং দেখেন তাহলে মনে করবেন এটি এখনো কর্তৃপক্ষ কর্তৃক এপ্রুভ করা হয়নি। এজন্য আপনাকে আরো সময় নিতে হবে। আর যদি Approved লেখা দেখেন তাহলে মনে করবেন আপনার টিন সার্টিফিকেট সংশোধন হয়ে গেছে।
  • এখন এটি আপনি নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

টিন সার্টিফিকেট হেল্পলাইন

টিন সার্টিফিকেট সংক্রান্ত কোন সমস্যা হলে আপনি সরাসরি টিন হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নিচে টিন সার্টিফিকেট সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য হেল্পলাইন তথ্য দেওয়া হলো-

  • হটলাইনঃ 09611-777111 কিংবা 333
  • ই-মেইলঃ info@incometax.gov.bd

টিন সার্টিফিকেট সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর

টিন সার্টিফিকেট সংশোধন সংক্রান্ত কিছু প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করে থাকেন। এ সকল প্রশ্নগুলো সংগ্রহ করে আমরা নিচে সেগুলোর সুন্দরভাবে উত্তর প্রদান করেছি। আপনি চাইলেই এই সকল প্রশ্নের উত্তর দেখে নিতে পারেন।

টিন সার্টিফিকেট সংশোধনের আবেদন করার পর পূর্বের সার্টিফিকেট ব্যবহার করা যাবে কি?

উত্তরঃ উত্তর হচ্ছে ব্যবহার করা যাবে। আপনি আগে যেমন আপনার টিন সার্টিফিকেটটি ব্যবহার করেছিলেন তেমনি এপ্রুভ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি ওয়েটিং সার্টিফিকেটটি ব্যবহার করতে পারবেন।

টিন সার্টিফিকেট সংশোধন হতে কত দিন সময় লাগে?

উত্তরঃ আসলে টিন সার্টিফিকেট সংশোধন হতে কতদিন সময় লাগে সেটি সম্পূর্ণ নির্ভর করে কর্তৃপক্ষের উপর। তবে টিন সার্টিফিকেট সংশোধনের আবেদন করার তিন থেকে সাত দিনের মধ্যেই সংশোধন হয়ে যায়।

টিন সার্টিফিকেট খুব জরুরী সংশোধন করার কোন উপায় আছে কি?

উত্তরঃ আসলে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়ায় আমাদের অনলাইনে সবকিছু করতে হয়। অনলাইনে আবেদনের পর টিন সার্টিফিকেট সংশোধন হওয়ার জন্য কিছুদিন সময় লাগতে পারে।

তবে আপনার যদি খুব জরুরী টিন সার্টিফিকেট সংশোধন করার প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে আপনি বাংলাদেশ রাজস্ব বোর্ডের অফিসে গিয়ে সাহায্য নিতে পারেন।

উপরোক্ত প্রশ্নগুলো ছাড়াও যদি আপনার কোন আরো প্রশ্ন থেকে থাকে টিন সার্টিফিকেট সংক্রান্ত, তাহলে আপনি আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাকে উত্তর প্রদান করবে।

অনলাইনে টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top