হোল্ডিং ট্যাক্স হিসাব ও জমা দেওয়ার নিয়ম ২০২৪

গ্রামাঞ্চলে হোল্ডিং ট্যাক্স এর হার সর্বনিম্ন 1% থেকে সর্বোচ্চ ৭% পর্যন্ত হয়ে থাকে। একটি বাড়ির বার্ষিক মূল্যের উপর এটি নির্ধারণ করা হয়।

অন্যদিকে শহরাঞ্চলে হোল্ডিং ট্যাক্স এর হার সর্বোচ্চ ১২% পর্যন্ত। এর মধ্যে রয়েছে ৭% হোল্ডিং ট্যাক্স, ২% পরিচ্ছন্ন ট্যাক্স এবং ৩% রোড লাইট ট্যাক্স।

তবে লোকেশনের উপর ভিত্তি করে এই ট্যাক্সের হার কম বেশি হতে পারে। আপনার বাড়ির মাপ অনুযায়ী আপনি কিভাবে হোল্ডিং ট্যাক্স হিসাব করবেন তার পুরো প্রক্রিয়া নিচে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে।

হোল্ডিং ট্যাক্স

হোল্ডিং ট্যাক্স দেওয়ার আগে আমাদেরকে হোল্ডিং ট্যাক্স কি সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কারণ আমরা যে ট্যাক্সটা সরকারকে প্রদান করব তার তো অবশ্যই নির্দিষ্ট কারণ আছে।

আমরা যে সরকারকে ট্যাক্স প্রদান করব সেটি আমরা কেন করব, কিভাবে করব সেটি সম্পর্কে অবশ্যই সুস্পষ্ট ধারণা রাখা জরুরী।

আপনি আপনার নিজের টাকায় জমি কিনে সেই জমিতে আপনার বাসা বাড়ি তৈরি করেছেন এবং সেখানেই আপনি বসবাস করেন।

কিন্তু বাৎসরিক এই বসতবাড়ির জন্য বা বাসা বাড়ির জন্য আপনাকে প্রতিবছর সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স প্রদান করতে হবে।

আপনি যেই দেশে বসতবাড়ি তৈরি করে বসবাস করছেন এর রাজস্ব হিসেবে সরকারকে আপনার বাসাবাড়ির পরিমাণ এবং স্থান অনুযায়ী ট্যাক্স প্রদান করতে হয়। আর এটিই হচ্ছে হোল্ডিং ট্যাক্স।

হোল্ডিং নাম্বার কি?

হোল্ডিং ট্যাক্স দেওয়ার আগে অবশ্যই হোল্ডিং নাম্বার থাকাটা জরুরী কারণ হোল্ডিং নাম্বার এর উল্লেখ করে আমরা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে থাকি।

সাধারণত প্রত্যেক বাসা বাড়িতে একটি নাম্বার প্লেট দেওয়া থাকে। সেটি হতে পারে পৌরসভা অথবা সিটি কর্পোরেশন।

হোল্ডিং ট্যাক্স

প্রত্যেকটা বাসা বাড়িতেই নাম্বার প্লেটে একটা নাম্বার উল্লেখ করা থাকে। আর এটিই হচ্ছে হোল্ডিং নাম্বার। আপনি যখন ট্যাক্স দিতে যাবেন তখন অবশ্যই এই হোল্ডিং নাম্বারটি আপনাকে উল্লেখ করতে হবে।

এটি হচ্ছে আপনার বাড়ির ট্যাক্স প্রদানের প্রমাণ।

হোল্ডিং নাম্বার না থাকলে করনীয়?

আমরা জানলাম হোল্ডিং ট্যাক্স দিতে গেলে হোল্ডিং নাম্বার থাকা প্রয়োজন। কিন্তু যদি হোল্ডিং নাম্বার না থাকে সেক্ষেত্রে করনীয় কি?

হোল্ডিং নাম্বার না থাকলে করণীয় হচ্ছে আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করা।

সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় হোল্ডিংহোল্ডিং নাম্বারের জন্য আবেদন করলে তাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা ফি প্রদান করতে হয়। ফি প্রদানের পর সাধারণত ৯০ দিনের মধ্যে হোল্ডিং নাম্বার প্রদান করা হয়।

অন্যদিকে ইউনিয়ন পরিষদে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করলে এই ক্ষেত্রে ফি অর্ধেকেরও কম হয়ে থাকে।

সুতরাং আপনার যদি হোল্ডিং নাম্বার না থাকে সে ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য সর্বাগ্রে আপনাকে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করতে হবে।

হোল্ডিং নাম্বারের জন্য আবেদন পদ্ধতি

হোল্ডিং নাম্বার না থাকলে আপনি যদি শহরাঞ্চলে হয়ে থাকেন তাহলে পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের অধীনে আপনাকে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করতে হবে।

অন্যদিকে আপনি যদি গ্রামে বসবাস করেন সে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাকে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করতে হবে। হোল্ডিং নাম্বারের জন্য আবেদনের ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। যেমন-

  • আবেদন করার জন্য একটি সাদা কাগজ লাগবে।
  • আবেদনপত্রের সাথে আপনার বাসা বাড়ির মালিকানার দলিল এবং প্রযোজ্য ক্ষেত্রে ভূমির খাজনা রশিদ প্রয়োজন হতে পারে।
  • এছাড়াও ডিসিআর এবং নামজারি পত্র লাগতে পারে।
  • রাজউকের প্লট হলে সে ক্ষেত্রে রাজউক অফিসের নামজারিপত্র লাগবে।

হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করে উপরোক্ত ডকুমেন্টগুলো সহ আপনাকে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার অফিসে গিয়ে জমা দিতে হবে।

তবে বর্তমানে সবকিছু ডিজিটালাইজড করা হচ্ছে এজন্য আপনি সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার অফিসে গিয়ে হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করলে তারা আপনাকে অনলাইনে আবেদনের ব্যবস্থা করে দিবে।

এক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র, ছবি এবং উপরোক্ত ডকুমেন্টগুলোর সঙ্গে নিয়ে যাবেন। হোল্ডিং ট্যাক্স এর জন্য আপনাকে স্থানীয় কর কর্মকর্তার অধীনে আপনার এলাকা ভেদে ট্রেজারি চালানের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

হোল্ডিং ট্যাক্স গণনা বা হিসাবের পদ্ধতি

হোল্ডিং ট্যাক্স এবং হোল্ডিং নাম্বার সম্পর্কে বিস্তারিত জানা হলো। এখন জানব হোল্ডিং ট্যাক্স গণনা বা হিসাবের পদ্ধতি। কিভাবে হিসাব করতে হয় সেটি জানতে হলে নিচের তথ্যগুলো খুব ভালোভাবে পড়তে হবে।

শহর অঞ্চলের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স এর হিসাব যেভাবে হয়, গ্রাম অঞ্চলের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের হিসাব সেভাবে হয় না।

শহরাঞ্চলের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স সাধারণত ফুট আকারে হিসাব করা হয়। সাধারণত প্রতি বর্গফুটের জন্য ৬.৫০ টাকা হারে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে হয়।

অন্যদিকে গ্রামাঞ্চলে হোল্ডিং ট্যাক্স এর হিসাব বার্ষিক মূল্যের ওপর পার্সেন্ট আকারে হিসাব করা হয়। এখন চলুন আমরা সবরাঞ্চল এবং গ্রাম অঞ্চলের হোল্ডিং ট্যাক্স গণনা বা হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেব।

শহর অঞ্চলে হোল্ডিং ট্যাক্স গণনা হিসাব

আপনি যদি শহরাঞ্চলে বসবাস করেন তাহলে এই পয়েন্টটি আপনার জন্য। এই পয়েন্টে আপনি দেখতে পারবেন কিভাবে আপনি আপনার বাসা বাড়ির জন্য হোল্ডিং ট্যাক্স হিসাব করবেন। চলুন তাহলে হিসাবের কাজ শুরু করা যাক।

মনে করুন, ঢাকা শহরের কোন একটি স্থানে আপনার ৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট বাসা রয়েছে।

প্রতি বর্গফুটের জন্য আপনাকে ৬.৫০ টাকা হারে ট্যাক্স প্রদান করলে আপনার ৫০০ বর্গফুট বাসাবাড়ির মোট ট্যাক্স হবে (৫০০ x ৬.৫০) = ৩২৫০ টাকা। এটি হচ্ছে আপনার প্রতি মাসের ট্যাক্স।

তবে যদি আপনি বাৎসরিক অর্থাৎ বারো মাসের ট্যাক্স একবারে প্রদান করতে চান সে ক্ষেত্রে আপনার দশ মাসের হোল্ডিং ট্যাক্স গণনা করা হবে। কারণ সরকার কর্তৃক দুই মাসের ট্যাক্স মওকুফ করা হয়।

সাধারণত বাসাবাড়ির বিভিন্ন সংস্কার করার জন্য বাসার মালিকের অনেক সময় খরচ করতে হয়, এজন্য দুই মাসের ট্যাক্সকে সরকার কর্তৃক মওকুফ করা হয়েছে।

এক্ষেত্রে আপনাকে দশ মাসের ট্যাক্স দিলেই হয়ে যাবে। তাহলে প্রতি মাসের ট্যাক্সকে ১০ দিয়ে গুন করলে আপনার মোট ট্যাক্স আসে (৩২৫০ x ১০) = ৩২৫০০ টাকা।

তবে মনে রাখবেন, আপনাকে মাসিক অথবা বাৎসরিকভাবে ট্যাক্স দিতে হবে না। হোল্ডিং ট্যাক্স প্রতি তিন মাস পর দিতে হয়।

আপনার মোট বাৎসরিক টাকা কে যদি আমরা চার দিয়ে গুন করি তাহলে আপনার প্রতিটি তিন মাসের ট্যাক্স চলে আসবে। এক্ষেত্রে আপনার প্রতি তিন মাসের ট্যাক্স হবে (৩২৫০০ / ৪) = ৮১২৫ টাকা।

সুতরাং আপনাকে প্রতি তিন মাস পর পর আপনার বাসা বাড়ির হোল্ডিং ট্যাক্স হিসেবে ৮১২৫ টাকা প্রদান করতে হবে।

আপনার বাসাবাড়ির মূল পরিমাপ অনুযায়ী উপরোক্ত বর্গফুটের স্থানে সেই বর্গফুট বসিয়ে দিয়ে গুন করলেই আপনার হোল্ডিং ট্যাক্স এর পরিমাণ চলে আসবে।

তবে এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্যণীয় যে আপনি যদি নিজের ফ্ল্যাটে বসবাস করেন তাহলে আপনাকে ৪০% ট্যাক্স প্রদান করতে হবে না।

ট্যাক্স হিসাব করার পর যদি আপনার ট্যাক্সের পরিমাণ বেশি মনে হয় সেক্ষেত্রে আপনাকে আপনার পৌরসভার পর্যালোচনা পরিষদ বরাবরের অধীনে একটি আবেদন করতে হবে। সে ক্ষেত্রে আপনার হোল্ডিং ট্যাক্স সর্বোচ্চ ১৫% পর্যন্ত মওকুফ হতে পারে।

আরও জানতে পারেন- Income Tax Rate in Bangladesh

ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স: বসত বাড়ির ট্যাক্স

এতক্ষণ শহরাঞ্চলে কিভাবে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হলো সেটি জানলাম। এখন জানবো ইউনিয়ন পরিষদে কিভাবে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করতে হবে। ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স সাধারণত ফুট হিসাব করে গণনা করা হয় না।

আপনার যে বসতবাড়ি রয়েছে সেই বাড়ির বার্ষিক মোট মূল্যের উপরে সর্বনিম্ন ১% থেকে সর্বোচ্চ ৭% পর্যন্ত হিসাব করতে হবে। আপনার বসতবাড়ির লোকেশন অনুযায়ী হোল্ডিং ট্যাক্সের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

সেক্ষেত্রে একদম কম মূল্যের স্থানে হোল্ডিং ট্যাক্স সর্বনিম্ন ১% এবং তুলনামূলকভাবে ভালো জায়গার হোল্ডিং ট্যাক্স সর্বোচ্চ ৭% পর্যন্ত হয়ে থাকে।

হোল্ডিং ট্যাক্স নির্ধারণের আগে আপনার লোকেশন অনুযায়ী ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাকে এটি সম্পর্কে জানতে হবে কারণ ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স সম্পর্কে সুস্পষ্ট কোন বিধান বর্ণিত হয়নি। এটি আপনার লোকেশন অনুযায়ী হিসাব করে নিতে হবে।

অনলাইনে হোল্ডিং ট্যাক্স দেওয়ার নিয়ম

হোল্ডিং ট্যাক্স সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন হোল্ডিং ট্যাক্স আমরা কিভাবে দিব সেটি হচ্ছে মূল কথা। হোল্ডিং ট্যাক্স দুইভাবে দেওয়া যায়।

একটি হচ্ছে সরাসরি আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার ট্যাক্স অফিসে গিয়ে, অন্যটি হচ্ছে অনলাইনে।

আপনি যেকোনো এক উপায়ে আপনার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। হোল্ডিং ট্যাক্স পরিশোধের ক্ষেত্রে আপনাকে সরাসরি আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের কর অফিসে গিয়ে আপনার হোল্ডিং ট্যাক্স পেমেন্ট সম্পর্কে তাদেরকে জানাতে হবে।

এক্ষেত্রে তারা আপনাকে একটি ফর্ম প্রদান করবে। এই ফর্মটিতে আপনার তথ্যসমূহ পূরণ করে তাদের নির্দেশিত পন্থা অনুযায়ী আপনাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে। তাহলে আপনার হোল্ডিং ট্যাক্স পরিশোধ হয়ে যাবে।

আপনি যদি চান অনলাইনে হোল্ডিং ট্যাক্স দিবেন সেক্ষেত্রে আপনি এটি বাসায় বসেই করতে পারবেন।

  • যদি আপনি অনলাইনে হোল্ডিং ট্যাক্স দিতে চান তাহলে আপনাকে প্রথমে Sonali Bank ePayment Portal ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এটি হচ্ছে সোনালী ব্যাংকের ট্যাক্স পেমেন্টের একটি অনলাইন ভিত্তিক পোর্টাল।
  • এখানে সোনালী ব্যাংকের ট্রেজারি চালান এর মাধ্যমে আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন।

Holding tax bd

  • এই ফর্ম-এ সঠিক তথ্য দিয়ে আপনাকে পূরণ করতে হবে।
  • এখানে আপনার টিআইএন, নাম, এড্রেস, ট্যাক্স, জোন ট্যাক্স সার্কেল, অ্যাকাউন্ট, কোড পেমেন্ট, রাইট পেমেন্ট, আন্ডার সেকশন, ট্যাক্স ইয়ার, অ্যামাউন্ট এবং মোবাইল নাম্বার সঠিকভাবে প্রদান করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর এইখানে পেমেন্ট অপশন চলে আসবে।
  • আপনি আপনার মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও এই ট্যাক্স প্রদান করতে পারবেন।
  • ট্যাক্স প্রদান করা হয়ে গেলে অবশ্যই ট্যাক্স প্রদানের রিসিপ্টটি ডাউনলোড করে নিবেন এবং প্রিন্ট করে নিবেন। কারণ এটি আপনার পরবর্তীতে প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।

শেষ কথা

বাংলাদেশের হোল্ডিং ট্যাক্স সম্পর্কিত সমস্ত তথ্য গুলো রিসার্চ এবং পর্যালোচনা করে আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

Holding tax সম্পর্কিত যেকোন তথ্য যদি আপনার বুঝতে অসুবিধা হয় অথবা আপনার যদি আরো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের ওয়েবসাইটের টিম বরাবর একটি কমেন্ট করতে পারেন।

আশা করি খুব দ্রুত উত্তর পেয়ে যাবেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

হোল্ডিং ট্যাক্স হিসাব ও জমা দেওয়ার নিয়ম ২০২৪

2 thoughts on “হোল্ডিং ট্যাক্স হিসাব ও জমা দেওয়ার নিয়ম ২০২৪

  1. গ্রামের প্রতন্ত অঞ্চলে আমার ১০০০ স্কয়ার ফিটের একটি একতলা পাকা বাড়ি আছে। বাড়িতে চারটি ছোট ছোট রুম আছে।বছরে হোল্ডিং ট্যাক্স কত হবে? বতর্মানে ঐখানের জমির মুল্য ১৫০০০ টাকা শতক। ধন্যবাদ

    1. প্রিয় ভিজিটর, গ্রামাঞ্চলের হোল্ডিং ট্যাক্স ঐ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা, সুযোগ-সুবিধা ইত্যাদি এগুলোর উপর নির্ভর করে। বসতবাড়ির মূল্যের উপর সর্বোচ্চ 1% থেকে 7% পর্যন্ত গ্রামাঞ্চলের হোল্ডিং ট্যাক্স হয়ে থাকে। আপনার নিকটস্থ ট্যাক্স অফিসে গিয়ে আপনার হোল্ডিং ট্যাক্স কত হবে তা বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top