Nesco প্রিপেইড বিল চেক

Nesco প্রিপেইড বিল চেক সাধারণত কয়েকটি পদ্ধতিতে করা যায়। তার মধ্যে একটি হচ্ছে নেসকো প্রিপেইড মিটার কোড ইন্টার করার মাধ্যমে যে কোডটি হচ্ছে 37

আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। এগুলো ছাড়াও নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স বিকাশ অথবা নগদ অ্যাপের মাধ্যমেও চেক করা যায়।

নিচে এই পদ্ধতি গুলো উপস্থাপন করা হলো। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার নেসকো প্রিপেইড মিটারের বিল চেক করতে পারবেন।

Nesco Prepaid Meter Bill Check

নেসকো ডিজিটাল মিটার হওয়ায় এখন আমরা বৈদ্যুতিক ব্যালেন্স খুব সহজেই মিটারো গিয়ে চেক করতে পারি। মিটারে গিয়ে চেক না করলেও ঘরে বসেই আপনি করতে পারবেন।

যদি আপনার মিটার নাম্বারটি থাকে তাহলে আপনি বিকাশ অথবা রকেট অ্যাপের মাধ্যমেও আপনার নেসকো প্রিপেইড মিটারের বিল চেক করতে পারবেন।

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক

কিছু কিছু কারণে আমাদেরকে নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে হয়। ব্যালেন্স চেক না করলে যেকোনো সময় ব্যালেন্স শেষ হয়ে গেলে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

এজন্য মাঝে মাঝে নেসকো মিটারের ব্যালেন্স চেক করতে হয়।

নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স সাধারণত তিন ভাবে চেক করা যায়। একটি হচ্ছে সরাসরি মিটারে গিয়ে এবং অন্যটি হচ্ছে বিকাশ অথবা নগদ একাউন্টের মাধ্যমে।

আরেকটি হচ্ছে সরাসরি অনলাইনে আপনার মিটার নাম্বারটি দিয়ে চেক করতে পারবেন। নিচে সবগুলো পদ্ধতি তুলে ধরা হলো। আপনার যেটি ইচ্ছা সেভাবেই ব্যালেন্স চেক করতে পারবেন।

Nesco প্রিপেইড বিল চেক চেক কোড

প্রথমেই জানব মিটারে গিয়ে কিভাবে ব্যালেন্স চেক করতে হয়। মিটারে গিয়ে নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করতে হলে প্রথমেই আপনার মিটারে গিয়ে 037 অথবা 37 প্রেস করুন।

এটি প্রেস করার পর Enter বাটনে চাপ দিন। তাহলে বিল কত রয়েছে সেটি শো করবে।

অনলাইনে Nesco প্রিপেইড বিল চেক করার নিয়ম

অনলাইনের মাধ্যমে সরাসরি নেসকো ওয়েবসাইটে গিয়ে মিটার নাম্বারটি ইন্টার করে বিল চেক করা যায়।

  • এর জন্য আপনার মোবাইল অথবা অন্য কোন ডিভাইস হতে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেসকো কাস্টমার পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

Nesco প্রিপেইড বিল চেক: Nesco Prepaid Meter Bill Check

  • এখানে প্রবেশ করার পর ‘Consumer Number অথবা Meter Number’ নামে একটি বক্স শো করবে।
  • এই অপশনের নিচের বক্সে আপনার মিটার নাম্বারটি প্রবেশ করাতে হবে।
  • মিটার নাম্বারটি দেওয়ার পর এখানে ‘Login’ বাটনে প্রেস করুন।

তাহলে আপনার মিটারের ফুল রিপোর্ট আপনি পেয়ে যাবেন। এখানে কত টাকা রয়েছে সেটিসহ অন্যান্য তথ্যগুলো পেয়ে যাবেন।

আরও দেখতে পারেন- অনলাইনে নেসকো মিটার রিচার্জ করার নিয়ম

বিকাশ অ্যাপ এর মাধ্যমে Nesco প্রিপেইড বিল চেক

চলুন সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং ব্যবস্থা বিকাশের মাধ্যমে কিভাবে নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করা যায় সেটি আমরা জানবো। এটি জানতে হলে আপনার মোবাইলে অবশ্যই বিকাশ অ্যাপটি ইন্সটল করা থাকতে হবে।

  • বিকাশ অ্যাপ এ প্রবেশ করার পর হোমস্ক্রিন থেকে নেসকো প্রিপেইড মিটার চেক করার জন্য ‘Pay Bill’ অপশনে যান।
  • এর পরের ধাপে ‘Electricity’ সিলেক্ট করুন।
  • এরপর ‘Nesco’ অপশনটি বাছাই করুন।
  • এর পরের ধাপে আপনার একটি পেজ আসবে সেখানে বিল পেমেন্ট এর মাস এবং বছর নির্বাচন করে আপনার বিল নাম্বার লিখতে হবে।
  • বিল নাম্বার বলতে এখানে আপনার ‘মিটার নাম্বার’ লিখবেন।
  • এরপর ‘Bill’ অপশনে ক্লিক করতে হবে।

বিল অপশনে ক্লিক করলে এখানে আপনার মিটারে কত টাকা ব্যালেন্স আছে সেটি শো করবে।

নগদ অ্যাপ এর মাধ্যমে নেসকো Nesco প্রিপেইড বিল চেক

বিকাশের মতো নগদ অ্যাকাউন্টও বর্তমানে বহুল জনপ্রিয় একটি ব্যাংকিং ব্যবস্থা। নগদ অ্যাপের মাধ্যমেও নেসকো মিটার ব্যালেন্স চেক করা যায়।

নগদ অ্যাপ এর মাধ্যমে কিভাবে নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করতে হয় সেটির নিচে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে।

  • প্রথমেই আপনার নগদ অ্যাপটিতে প্রবেশ করে হোমস্ক্রিন থেকে ‘Pay Bill’ অপশনে চলে যান।
  • এরপর ইলেকট্রিসিটি অপশনটি সিলেক্ট করে পরবর্তীতে ‘Nesco’ অপশনটি বাছাই করুন।
  • এর পরের ধাপে কনজিউমার আইডি এর জায়গায় আপনার মিটার নাম্বারটি প্রবেশ করাতে হবে এবং বিলের মাস ও বছর সিলেক্ট করে নিতে হবে।
  • এরপর নিচে একটি অপশন পাবেন সেটি হচ্ছে ‘Now Check Balance’ এই অপশনটিতে ক্লিক করুন।
  • এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচে আপনার মিটারের ব্যালেন্স শো করবে।

Nesco প্রিপেইড বিল চেক সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর

নেসকো প্রিপেইড বিল চেক সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখানে প্রদান করা হলো-

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করতে কি প্রয়োজন?

উত্তর: নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করতে মিটারে গিয়ে 037 বা 37 প্রেস করতে হবে অথবা অনলাইনে বিল নাম্বারটি প্রদান করতে পারেন।

বিল চেক করার জন্য নেসকো মিটারে কি কোড ব্যবহার করতে হয়?

উত্তর: নেসকো প্রিপেইড মিটারে বিল চেক করতে, আপনি মিটারে যে কোডটি ব্যবহার করতে হয় তা এই নির্দেশনা মূলক জানতে পারেন: 037 অথবা 37 প্রেস করুন এবং পরে ইন্টার বাটনে চাপ দিন।

অনলাইনে নেসকো মিটার বিল কীভাবে চেক করা যায়?

উত্তর: অনলাইনে নেসকো মিটার বিল চেক করার জন্য, আপনি নেসকো ওয়েবসাইটে যেতে এবং আপনার মিটার নাম্বার প্রদান করতে হবে। এরপর আপনি মিটারের বিল এবং ব্যালেন্স দেখতে পারবেন।

বিকাশ অ্যাপ বা নগদ অ্যাপের মাধ্যমে নেসকো প্রিপেইড মিটার বিল চেক করার নিয়ম কি?

উত্তর: বিকাশ অ্যাপ বা নগদ অ্যাপ ব্যবহার করে নেসকো প্রিপেইড মিটারের বিল চেক করার নিয়ম সম্পর্কে নির্দেশনা উপরে দেওয়া আছে। এই অ্যাপগুলির মাধ্যমে আপনি আপনার মিটারের ব্যালেন্স চেক করতে পারেন।

শেষ কথা

নেসকো প্রিপেইড মিটারের বিল চেক করা খুব সহজ এবং সুবিধাজনক। উপরে দেওয়া নির্দেশনাগুলির সাথে যেকোনো পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার নেসকো প্রিপেইড মিটারের বিল চেক করতে পারেন।

এটি আপনার বাসা বা বাড়ির বিদ্যুত সংযোগ বন্ধ হওয়ার আগে আপনার ব্যালেন্স চেক করতে সহায়ক হতে পারে।

নেসকো বিল চেক করার জন্য উপরের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করুন। নেসকো প্রিপেইড মিটারের ব্যালেন্স বা মিটার সংক্রান্ত যেকোনো তথ্য জন্য nesco ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।

Nesco প্রিপেইড বিল চেক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top